Frequently Asked Questions
আপনি যদি একেবারেই নিউবি হয়ে থাকেন তাতেও কোন প্রব্লেম নেই কারন আমারা আমাদের কোর্স গুলো মূলত নিউবিদের জন্য সেই ভাবে সাজিয়েছি যাতে একেবারে নতুনরাও এখানে এসে কাজ শিখে শুরু করতে পারে। আপনার যদি ডিজাইন স্কিল থেকে থাকে তবে এটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে কিন্তু আপনি যদি ডিজাইন নিয়ে কোন ধারনা নাও রাখেন তাতেও কোন প্রব্লমে নেই কারন এই কোর্সের একটি ডিজাইন মডিউল আছে এছাড়া নিজেও বিভিন্ন ভিডিও দেখে প্র্যাকটিস করে শিখতে পারেন।
কেডিপি রোড ম্যাপ কোর্স টি মূলত নিউবি ফ্রেন্ডলি ! আপনি যদি অনলাইন জগতে নতুন হয়ে থাকেন তবেও কোন সমস্য নেই কারন আমরা নতুন দের কথা চিন্তা করেই কোর্সের মেটেরিয়াল তৈরি করেছি।
আপনি যদি ডিজাইন না পারেন তবে আপনাকে ব্যাসিক কিছু ডিজাইন শিখতে হবে আর যা কেডিপি রোডম্যাপ এর এডভ্যান্স কোর্সের মাঝে আছে যা দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন।
আপনি ভাল একটা অবস্থানে পৌছানোর জন্য অনেক বেশি কাজ করে দ্রুত সাম্নের দিকে এগিয়ে যেতে পারেন তবে আপনি যদি ফুল টাইম জব হোল্ডার হয়ে থাকেন তবে পার ডে ৩/৪ ঘন্টা যদি আপনি দিতে পারেন তবেই আপনি এই সেলফ পাব্লিশিং বিজনেস শুরু করতে পারেবেন।
কোন ডিসকাউন্ট অফার বর্তমানে চালু আছে কি না, তা জানতে আমাদের ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন। অথবা, আমাদের ফেসবুক পেজ ইনবক্সে ডিসকাউন্টের ব্যাপারে খোঁজ নিতে পারেন।
কেডিপি রোডম্যাপের স্টুডেন্টদের জন্য একটা সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে যেখানে ইন্সটাক্টর নিজেই এডমিন হিসেবে থাকবে যিনি আপনাদের সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে যাবে।
আপনি যতদিন খুশি সময় নিয়ে কোর্স শেষ করতে পারবেন, কোন ধরাবাঁধা নিয়ম নেই।
না । এগুলো রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল হিসেবে আপলোড করা হবে, আপনি যখন ইচ্ছা তখন এসে দেখে যেতে পারবেন। অনেকটা ইউডেমি কোর্স গুলোর মত
না, পারবেন না। আমাদের ওয়েবসাইট এ লগ-ইন করেই আপনাকে ভিডিও দেখতে হবে। কোন প্রকারের ডাউনলোড এর সুযোগ নেই।
এই মূর্হতে আমরা বিকাশ, রকেট ও ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট নিচ্ছি । কিছুদিন পর অটোমেটিক পেমেন্ট সুবিধা যোগ করা হবে ।
আপনি একসাথে যেকোন একটি ডিভাইস/ব্রাউজারে লগড ইন থাকতে পারবেন। এমনকি একই ডিভাইসে দুইটা ব্রাউজারে একসাথে লগিন করতে পারবেন না। আর যদি আরেকটা ডিভাইসে লগ ইন করার দরকার হয়, তাহলে আগে যেই ব্রাউজার বা ডিভাইসে লগড ইন আছেন সেখান থেকে লগআউট করে নিন।