প্রতিযোগিতামূলক এই বিশ্বে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন অনলাইন স্কিলস ডেভেলপ এর মাধ্যমে।
বর্তমান সময়ে পড়ালেখা ও চাকরির পাশাপাশি আপনার নিজস্ব কিছু দক্ষতা দরকার যা আপনাকে আপনার জীবনে লক্ষ্য পূরনে সহায়তা করবে। আমরা চেষ্টা করব স্কিল ডেভেলপ নিয়ে আলোচনা করতে যা আপনাকে সবসময় এক ধাপ এগিয়ে রাখবে।
কিভাবে আপনি ঘরে বসেই শিক্ষায়নরত বা চাকরির পাশাপাশি ইন্টারনেট ও কম্পিউটার কে কাজে লাগিয়ে নিজেই নিজের একটি অনলাইন বিজনেস বিল্ড করতে পারেন এবং তা থেকে ভাল উপার্জন করতে পারেন তা আমরা এই লার্ন উইথ রবিউল– ই লার্নিং প্লাটফরমের এ মাধ্যমে অনলাইনে ফ্রি ও পেইড কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করি।
আপনি যদি ঘরে বসেই আপনার স্কিল ডেভেলপ করতে চান এবং বেকারমুক্ত একটি লাইফস্টাইল এনজয় চান তবে অব্যশ্যই আপনাকে হার্ড+ স্মার্ট ওয়ার্ক করে স্কিল্স ডেভলপ করতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। তবে সেক্ষেত্রে সময় অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়, সময়ের সঠিক ব্যাবহার শিখতে ও নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে তাই একজন মেন্টর আপনাকে সঠিক গাইড লাইন এর মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
লার্ন উইথ রবিউল ই-লার্নিং প্লাটফরমের সাথে কেন শিখবেন?
বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটিভ আর্নিং এর পাশাপাশি আপনাকে প্যাসিভ বিজনেস সম্পর্কে জ্ঞান থাকতে হবে । আর তাই যে কোন একটি বিষয়ে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। এই দক্ষতার মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন সার্ভিস প্রদান করে বা নিজে একটি প্যাসিভ বিজনেস তৈরি করতে পারেন।
আর এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করে এগিয়ে যেতে পারেন।আমরা চেষ্টা করব আমাদের দক্ষতা গুলো আপনাদের সাথে শেয়ার করতে, ও কিভাবে এগিয়ে যেতে হয় তা একদম হাতে কলমে শেখানোর। যা আপনাকে অতি অল্প সময়ে সফলতার পর্যায়ে যেতে সাহায্য করবে।
এক্সপার্ট এর থেকে শিখুন
এখানে আপনি শিখতে পারবেন এক্সপার্টদের কাছ থেকে, যারা দীর্ঘদিন কাজ করছে অনলাইন ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং নিয়ে। একটি নির্দিস্ট স্কিলের উপর অভিজ্ঞ মেন্টরের কাছে সরাসরি শিখতে পারবেন তাই আপনার যে কোন সমস্যাতে আপনি তার সাহায্য পাবেন । যা আপনার কাজ শেখা ও কাজ করার জন্য অনুপ্রেরনা যোগাবে।
মডিউল ভিত্তিক ভিডিও ক্লাস
লার্ণ উইথ রবিউলে আমরা চেষ্টা করেছি , আমরা যে টপিক এর উপর অভিজ্ঞ সেই জিনিস টপিক গুলোর উপর সবাইকে প্রিমিয়াম মানের নলেজ শেয়ার করার। আর তাই প্রত্যকটি কোর্স এর ভিভিও গুলো আমরা ধাপে ধাপে এমন ভাবে সাজিয়েছি, যে একজন নিউবি এসেও যেন আমাদের ক্লাস গুলো দেখার পর সব কিছু পরিস্কার ভাবে সব বুঝতে পারে। আমাদের প্রধান উদেশ্যই হল সবার মাঝে সঠিক নলেজ প্রদান করা।
ডেডিকেটেড ইন্সট্রাকটর সাপোর্ট
আমাদের যে কোন কোর্সে যয়েন করার পর আমরা চেষ্টা করব একেবারেই সর্বোচ্চ সাপোর্ট দিতে। যে কোন ধরনের সাহায্যের প্রয়োজনে আপনি পাবেন সরাসরি ইন্সট্রাকটরের সাপোর্ট। যিনি আপনার যে কোন সমস্যা নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন ও আপনাকে সমাধান প্রদান করবে।
লাইফটাইম মেম্বারশিপ
লার্ন উইথ রবিউল এর সাথে যুক্ত হবার পর আপনি লাইফটাইম মেম্বারশিপ সাপোর্ট পাবেন , অর্থাৎ আপনি যে কোন সময় যে কন দিন শেখা শুরু করতে পারেন। যে কোন কোর্সে এনরোল হলে সেই কোর্স আপনি লাইফটাইম দেখতে পারবেন , যত দিন লার্ন উইথ রবিউলের কার্য্যক্রম চলমান থাকবে।
আমি রবিউল হাসান,
অনলাইন মার্কেটার, এন্টারপ্রিউনার,সেলফ পাবলিশার,কোর্স ইন্সট্রাকটর।
বর্তমানে যারা অনলাইন আর্নিং এর জন্য চেস্টা করে যাচ্ছেন ও অনেকে নতুন ভাবে ইচ্ছে পোষন করছেন অনলাইন থেকে আয় করার জন্য তাদের জন্য একটি বেস্ট প্লাটফরম হতে পারে এই লার্ন উইথ রবিউল ডট কম । যেখান থেকে আপনি শিখতে পারেন কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করে। এবং যে কোন বিষয়ের উপর প্রথমে দক্ষতা অর্জন করতে পারেন ও সেই সাথে মার্কেটপ্লেস গুলোতে কাজ করে আপনি শুরু করতে পারেন আপনার ফ্র্যিল্যান্সিং ক্যারিয়ার।
আমি মূলত চেষ্টা করি আমার সকল অভিজ্ঞতা গুলো শেয়ার করার ও ডিজাইন বা সেলফ পাব্লিশিং করে আর্নিং করার জন্য শুরু থেকে সফলতা পাওয়া পর্যন্ত যা দরকার তা সব কিছু ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরার।
Course
Students
Earning
Premium Mastermind Facebook and Discord Group
লার্ন উইথ রবিউল এর সাথে যুক্ত পূর্বের ষ্টুডেন্টদের সফলতার গল্প
আমাদের প্রধান লক্ষ্যই হল প্রতেকটা স্টুডেন্টদের আয় নিশ্চিত করা। আমরা এমন ভাবে এই কোর্স গুলো সাজিয়েছি যাতে যে কোন স্টুডেন্ট এখান থেকে কিছু শিখে অনলাইনে আয় শুরু করতে পারে। আর আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ও আমাদের স্টুডেন্টরাও এখন অনেক ভাল আর্নিং করে যাচ্ছে নিচে আমাদের প্রাইভেট গ্রুপের কিছু স্টুডেন্টদের আয় করার পর তাদের খুশির অনুভূতি গুলো শেয়ার করছি।
আমাদের মেন্টরশীপ সম্পর্কে আমাদের স্টুডেন্টদের মতামত
লার্ন উইথ রবিউল এর কোর্সে যয়েন করা ষ্টুডেন্টদের অভিজ্ঞতা ও মতামত
লার্ন উইথ রবিউলের মাধ্যমে সফলতার সহিত প্রায় ৩৫০ জন স্টুডেন্ট কেডিপি সেলফ পাব্লিশিং বিজনেস বিল্ডাপ করার জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন পেয়েছেন । তারা এখন খুব ভাল পরিমাণ আর্নিং প্রতি মাসেই করছে। দেখে নিতে পারেন আমাদের এই কোর্সের স্টুডেন্টসরা কেডিপি সেলফ পাব্লিশিং কোর্সটি নিয়ে কি মন্তব্য করেছে !
জয়েন করুন আমাদের ফ্রি এমাজন কেডিপি মাস্টার ক্লাসে । কিভাবে আপনি এমাজন কেডিপি থেকে আয় করতে পারেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি তুলে ধরেছি এই প্লেলিস্টে ।
কিভাবে আমি একটু বুক থেকে ৩৩ হাজার ডলায় আয় করেছি এবং আপনি শুরু করতে পারেন তা জানতে এখই ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে।
আপনি যদি চাকুরি বা পড়াশুনা এর পাশাপাশি একটি অনলাইন বিজনেস এর মাধ্যমে প্যাসিভ ভাবে আয় করতে চান তবে এমাজন কেডিপি সেলফ পাব্লিশিং বিজনেস হতে পারে আপনার জন্য একটু আদর্শ বিজনেস। এখন ই শুরু করুন আপনার অনলাইনে প্যাসিভ আয়ের জার্নি।
সকল কোর্স
learnwithrobiul.com এর জনপ্রিয় সকল কোর্স সমূহ।
Amazon KDP Low Content Self Publishing Step By Step Free Course
আপনি যদি জানতে চান যে কিভাবে এমাজন কেডিপি সেলফ পাবলিশিং করে আয় করা যায় এবং সেলফ পাব্লিশিং নিয়ে কাজ করতে আগ্রহী হন তবে আমাদের কেডিপি ফ্রি কোর্সটি দেখতে পারেন।ভিডিও গুলোতে আমি দেখিয়েছি কিভাবে আপনি এমাজনে বই পাবলিশ করে তা থেকে আয় করতে পারেন। তো চলুন শুরু করুন আপনার অনলাইনে প্যাসিভ আয়ের জার্নি।
Master In Book Cover Design
বুক ডিজাইন এ টু জেট গাইড লাইন এবং মেন্টরশীপ। কিভাবে আপনি গ্রাফিক স্কিল কাজে লাগিয়ে বুক ডিজাইন করবেন। একদম নতুনদের জন্য শুধু মাত্র বুক কাভার ডিজাইন এর উপর এমন ভাবে কোর্সটি সাজানো হয়েছে যারা একেবারে জটিল টুলস এর কাজ জানেনা তাদের জন্য বুক কাভার ডিজাইন এর যে যে টুলস গুলো জানতে হবে তা নিয়ে ধাপে ধাপে দেখানো হয়েছে।
Advance KDP Low-Content Self Publishing A To Z Guideline | Build A Passive Business With Amazon KDP
এমাজন কেডিপি প্লাটফরম কে কাজে লাগিয়ে কিভাবে একটি প্যাসিভ বিজনেস বিল্ড করতে হয় এবং সফলতা পাবার জন্য একেবারে শুরু থেকে এডভ্যান্স লেভেলের পাব্লিশিং বিজনেস রান করাতে হয় তা ধাপে ধাপে দেখানো হয়েছে।
সচরাচর জিজ্ঞেসা
আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাতেও কোন সমস্যা নেই কারন আমারা আমাদের কোর্স গুলো মূলত নতুন জন্য এমন ভাবে সাজিয়েছি যাতে একেবারে নতুনরাও এখানে এসে কাজ শিখে শুরু করতে পারে। আমরা প্রত্যকেটা কোর্সকে এমন ভাবে সাজিয়েছি একেবারে হাতে কলমে সব দেখিয়েছি যেন যে কেউ কোর্স গুলো করে খুব ভাল ভাবে কাজ শিখতে ও কাজ করতে পারে। যে কোন কিছু নিয়ে আপনার প্রশ্ন থাকলে সাপোর্ট এ যোগাযোগ করুন।
learnwithrobiul.com এর সকল কোর্স নতুনদের জন্য ফ্রেন্ডলি ভাবে বানানো হয়েছে। আপনি যদি অনলাইন জগতে নতুন হয়ে থাকেন তবেও কোন সমস্য নেই কারন আমরা নতুন দের কথা চিন্তা করেই কোর্সের মেটেরিয়াল তৈরি করেছি। আপনি যদি আমাদের কোর্স ও গাইডলাইন মেনে কাজ করতে থাকেন তবে আপনার স্কিল বাড়ার সাথে সাথে আপনার আয় বাড়বে। তবে আমরা আয়ের গ্যারান্টি দেই না কিন্তু আপনি স্কিল হবেন এটার গ্যারান্টি দিতে পারব ইনশাআল্লাহ।
আপনি যদি ডিজাইন না পারেন তবে আপনাকে ব্যাসিক কিছু ডিজাইন শিখতে হবে আর ব্যাসিক ডিজাইন কোর্সের মাঝে আছে যা দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। আপনি যত বেশি প্রাকটিস করে যাবেন তত বেশি শিখতে পারবেন ও কাজে লাগিয়ে তা থেকে আয় করতে পারবেন।
আপনি ভাল একটা অবস্থানে পৌছানোর জন্য অনেক বেশি কাজ করে দ্রুত সাম্নের দিকে এগিয়ে যেতে পারেন, তবে আপনি যদি ফুল টাইম জব হোল্ডার হয়ে থাকেন তবে পার ডে ৩/৪ ঘন্টা যদি আপনি দিতে পারেন তবেই আপনি যে কোন স্কিল ভাল ভাবে শিখতে পারেন ও তা কাজে লাগাতে পারেন। বিশেষ করে আপনি যদি এমাজন কেডিপি নিয়ে কাজ করতে চান তবে এটি আপনার জন্য খুব দ্রুত ই সাকসেস এনে দিতে পারে।
কোন ডিসকাউন্ট অফার বর্তমানে চালু আছে কি না, তা জানতে আমাদের ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন। অথবা, আমাদের ফেসবুক পেজ ইনবক্সে ডিসকাউন্টের ব্যাপারে খোঁজ নিতে পারেন।
দুঃখিত আপনি সাইটের কোন এক্সেস কারো সাথে শেয়ার করতে পারবেন না।
আমাদের স্টুডেন্টদের জন্য একটা সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে যেখানে ইন্সটাক্টর নিজেই এডমিন হিসেবে থাকবে যিনি আপনাদের সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে যাবে।এছাড়া আমাদের সাপোর্ট টিম যে কোন ধরনের সহয়তার জন্য প্রস্তুত।
আপনি যতদিন খুশি সময় নিয়ে কোর্স শেষ করতে পারবেন, কোন ধরাবাঁধা নিয়ম নেই।
প্রত্যকেটা কোর্সের ফান্ডামেন্টাল ক্লাস গুলো ভিডিও আকারে থাকবে এবং লাইভ প্রশ্নউত্তরের জন্য লাইভ ক্লাসের ব্যাবস্থা থাকবে। যা কোর্সের জন্য ডেটিকেডটেড গ্রুপে এনাউন্স করা থাকবে।
না, পারবেন না। আমাদের ওয়েবসাইট এ লগ-ইন করেই আপনাকে ভিডিও দেখতে হবে। কোন প্রকারের ডাউনলোড এর সুযোগ নেই।
এই মূর্হতে আমরা বিকাশ, রকেট ও ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট নিচ্ছি । কিছুদিন পর অটোমেটিক পেমেন্ট সুবিধা যোগ করা হবে ।
আপনি একসাথে যেকোন একটি ডিভাইস/ব্রাউজারে লগড ইন থাকতে পারবেন। এমনকি একই ডিভাইসে দুইটা ব্রাউজারে একসাথে লগিন করতে পারবেন না। আর যদি আরেকটা ডিভাইসে লগ ইন করার দরকার হয়, তাহলে আগে যেই ব্রাউজার বা ডিভাইসে লগড ইন আছেন সেখান থেকে লগআউট করে নিন।
Income Disclaimer
লার্ন উইথ রবিউল ই লার্নিং প্লাটফরম থেকে কোর্স করে হাজার ডলার ইনকাম করবেন, অথবা কোর্স করেই অনলাইনে বিজনেস বিল্ডাপ করতে পাবেন এমন কোনো গ্যারান্টি আমাদের লার্ন উইথ রবিউল ই–লার্নিং প্লাটফরম প্রদান করে না। কোর্সের রেজাল্ট পুরোপুরি নির্ভর করবে আপনার ফোকাস এবং প্রতিটা কাজ প্রয়োগ এর উপর। তাই চটকদার মার্কা কোন বিজ্ঞাপন দেখে কোথাও থেকে প্রতারিত হলে লার্ন উইথ রবিউল কোন দায়ভার বর্তায় না।