আসসালামু আলাইকুম।
Honestly, kdp road mape কোর্সটি আমার জীবনে একটা নতুন মোড় তৈরী করেছে। আমি একদমই নতুন ছিলাম এই লাইনে। এই কোর্সটি আমাকে ধাপে ধাপে সবকিছু সহজ করে দিয়েছে। এখানে অবশ্যই Robiul Hasan ভাইয়ার কথা বলতেই হয়। তোমাকে অনেক ধন্যবাদ Robiul Hasan ভাইয়া। ভবিষ্ৎে আরো ভালো ভালো কাজ তুমি নিজে করো আর আমাদেরকেও শিখাও। এই দোয়াই করি। আর যারা kdp তে কাজ করতে আগ্রহী তারা নির্দিধায় এই কোর্সটি করতে পারেন। আসা করি উপকৃত হবেন।
– Tabassum Tonny