কেডিপি রোড ম্যাপ কোর্সের একজন ছাত্র হিসেবে আমার কিছু অভিজ্ঞতাঃ
- যদিও রবিউল ভাইয়ের এইটা প্রথম কোর্স, কোর্স করতে যেয়ে আমি কিন্তু তা টের পাইনি ।
- কোর্সের মডিউল অনুযায়ী যা দেওয়ার কথা ছিলো, তার থেকে বেশি পাইছি ।
- সবগুলা ক্লাস শিডিউল অনুযায়ী পাইছি।
- ক্লাসগুলা ছিলো অনেক তথ্যপূর্ণ, মেন্টরের আচরণ সর্বদাই বন্ধুসুলভ পাইছি।
- সাপোর্টের এর রেটিং ১০০ তে ১১০ (মেন্টরের ভাইকে দেখেছি অনেকের সমস্যা সমাধান করে দিতে )।
সবশেষে বলতে চাই আমার মতে এই কোর্স $1000+ ভ্যালু কেরি করে। মানুষ মাত্রই ভুল সেই সূত্রে হয়তবা কিছু ভুল ছিলো কিন্তু এত পসেটিভের মধ্যে এই গুলা খুবই নগণ্য। আশা এবং বিশ্বাস করি পরবর্তী ব্যাচ ও নিরাশ হবে না । ভালো থাকবেন রবিউল ভাই।
Trust me Brother It was a great journey with KDP Roadmap and You absoluetly did a great job man !
– Joy Deb