প্রথমত শুকরিয়া আল্লাহর দরবারে আপনার মত একজন ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।অনলাইন ক্যারিয়ারে আছি সেই ২০১৬ থেকে, ইউটিউব,এমাজন এফিলিয়েট ও এস ই ও এর কাজের সুবাদে বেশ কয়েকটা কোরস ও করা হয়েছে, কিন্তু মন থেকে বলছি আপনার মত কোন মেন্টর এইভাবে নিজের সেরাটা দিয়ে ইফোরট দেই নাই।প্রথমত আমি ধরেই রেখেছিলাম হইতো বেসিক টা আপনার থেকে শিখতে পারব, তার উপর ডিজাইন পারি না, তাই অনেকটা কনফিউজড ছিলাম করব কি করব না, পরে স্রেফ নতুন কিছু শিখা এবং অন্যান্য সেক্টরে আশানুরূপ সাফল্য না পাওয়াই এনরোল করলাম আপনার কোরস, আপনি প্রথম থেকে যেভাবে দিয়েছেন আমি জাস্ট ভাবছিলাম কেউ এত সিক্রেট কিছু ও শেয়ার করে! আপনি আপনার সেরাটা দিয়েছেন আমাদের, আলহামদুলিল্লাহ প্রথম মাসেই সেল পেয়ে যাই, যেটা আমার লাইফ এর অন্যান্য কাজে কখনো ই হই নাই তাও আবার ০০ ইনভেস্টমেন্ট এ!!আলহামদুলিল্লাহ এখন মোটামুটি রেগুলার বেসিস সেল আসছে(২/১ দিন গ্যাপ যাই মাঝখানে)। আমি জাস্ট নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাকে আমার মেন্টর হিসেবে পেয়ে যে নিজের কাজ ফেলে রেখে ২৪/৭ দিন স্টান্ড বাই সাপোর্ট দিয়েছেন আমাদের। অন্তরের অন্তস্থল থেকে আপনার জন্য দোয়া রইলো ভাই 😍, সেই সাথে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।আমার জন্য ও দোয়া করবেন ভাই। ইনশাআল্লাহ একদিন আমি $১০০০ মান্থলি আরন্ করব সেই সপ্ন দেখি আপনার দেখানো পথে😍😍, সব সময় এভাবে আমাদের সাথে থাকবেন ভাই, জাস্ট লাভ ইউ মোর দেন ই আই এক্সপেক্ট 😍😍
– Amzat Hossain