আমি রবিউল হাসান,
অনলাইন মার্কেটার, এমাজন কিন্ডেল পাবলিশার ও কেডপি রোডম্যাপ কোর্স ইন্সট্রাকটর । আমি গত ৪ বছর যাবত কাজ করছি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস নিয়ে। সময়ের সাথে সাথে আমি বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে কাজ করি। ২০১৯ এর শুরুর দিকে আমি এমাজনের কিন্ডেল ডিরেক্ট পাব্লিশিং ( কেডিপি ) সেলফ পাব্লিশিং বিজনেস শুরু করি। আর ঠিক তার ৫ মাসের মাথায় আমি পার মান্থ ১ হাজার ডলার এর প্যাসিভ বিজনেস গড়ে তুলি যা ২০২০ এ এসে ২ গুন হয়েছে । আমি চাই আমার নলেজ গুলো আমার মত যারা অনলাইনে আর্নিং করতে ইচ্ছুক তাদের মাঝে ছডিয়ে দিতে। এছাড়া আমি পূর্বে প্রায় ১৫০ জনের মত নিউবি সেলফ পাব্লিশারদের ট্রেইনিং করিয়েছি যাদের মাঝে অনেকেই এখন ভাল একটা অবস্থানে আছে। আর আমার এই প্রায় ১ বছরের মত সেলফ পাব্লিশিং বিজনেস এর অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই কেডিপি রোডম্যাপ লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং গাইড কোর্সটি পাব্লিশ করেছি যাতে যারা ইচ্চুক তারা যেন শিখতে পারে কিভাবে সেলফ পাব্লিশিং শিখে আয় করা যায় ।