-
মডিউলঃ ০১
এই মডিউলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং বিজনেস শুরু করবেন ও ব্যাসিক একাউন্ট ওপেনিং থেকে শুরু করে এডভ্যান্স লেভেলে পর্যন্ত সকল বিষয় গুলো এই মডিউলে তুলে ধরা হয়েছে।
- যেভাবে KDP ROADMAP-Low Content Self Publishing Guideline Course টি এনরোল করবেন !
- ১.১ লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং থেকে আয় করা তার প্রমান
- ১.২ কেডিপি লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং নিয়ে বিস্তারিত আলোচনা কিভাবে কেডিপি কাজ করে, কেডিপি নিয়ে আমাদের গোল ও ফোকাস ( কি ভাবে আপনি মান্থলি ১ হাজার বা তার চেয়ে বেশি আর্ন করতে পারেন)
- ১.৩ কেডিপি সেলফ পাব্লিশিং ওয়ার্কিং প্রসেস ও লো কন্টেন্ট এর জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে
- ১.৪ যেভাবে কোর্সের ভিডিও দেখা শুরু করবেন
- ১.৫ কেডিপিতে লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং এ সফলতা পাবার জন্য যা খুবি জরুরী
- ১.৬ কেডিপিতে কাজ করার জন্য প্রয়োজনীয় একাউন্ট ওপেনিং
- ১.৭ কিছু কমন মিস্টেক যার ফলে আপনি কেডিপি পাব্লিশিং বিজনেস থেকে ঝড়ে পড়ে যেতে পারেন
- ১.৮ কেডিপি বিজনেস শুরু করার জন্য জাম্প স্টার্ট টুলস গুলো নিয়ে আলোচনা
- ১.৯ কেডিপি তে কত প্রকার বুক পাবলিশ করতে পারব ও কনটেন্ট আইডিয়া তা নিয়ে বিস্তর আলোচনা
- ১.১০ এমাজন কেডিপিতে প্রোডাক্ট পাব্লিশের জন্য ব্যাসিক নিশ সম্পর্কে ধারনা যেভাবে আপনি প্রাথমিক রিসার্চ শুরু করবেন
- ১.১১ ব্যাসিক ডিজাইন আইডিয়া ডিজাইন রিসার্চিং
- ১.১২ জটিল কোন টুলস ছাড়াই খুব সহজেই ডিজাইন মেকিং ও করবেন
- ১.১৩ লো কন্টেন্ট ইন্টেরিওর বা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আলোচনা
- ১.১৪ ইজি পিজি কাভার মেকিং ভিডিও যেভাবে সহজেই কাভার মেকিং করবেন
- ১.১৫ কেডিপি তে প্রথম টেস্টিং প্রোডাক্ট লন্স। যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্ট সঠিক ভাবে পাব্লিশ করবেন
- ১.১৬ কিভাবে সেলসসেবল প্রোডাক্ট এর সাবটাইটেল ও ডিস্ক্রিপশন ও বুক ক্যাটাগরি সিলেক্ট করবেন
- ১.১৭ প্রোডাক্ট পাব্লিশিং ক্যাটাগরি বিস্তারিত
- ১.১৮ কমন বুক রিজেকশন টাইপ নিয়ে আলোচনা । কেন আপনার প্রোডাক্ট এমাজনে রিজেক্ট হবে
- ১.১৯ কপিরাইট ও ট্রেডমার্ক নিয়ে বিস্তর পরিপূর্ন আলোচনা । ( যা কেডিপির জন্য খুবি গুরুত্বপূর্ন ব্যাপার)
- ১.২০ এমাজন কেডিপি কিওয়ার্ড ফান্ডামেন্টাল ( কি ওয়ার্ড কি, কিভাবে কাজ করে, র্যাংক ইন্ডেক্সিং ফাস্ট পেজ র্যাংক)
- ১.২১ কেডিপি বুক পাব্লিশিং প্রুভেন কি ওয়ার্ড ফর্মুলা ( কি ভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ও তার সঠিক ব্যাবহার করবেন
- ১.২২ নিশ ফাইন্ডিং নিনজা টেকনিক ফর লো কন্টেন্ট বুক ( যেভাবে আপনি হাই ডিমান্ডফুল নিশ রিসার্চ করবেন ও তার উপর বুক পাব্লিশ করবেন
- ১.২৩ কিভাবে আপনি অতি দুত ডিজাইন মেক করবেন ও ডিজাইন স্কেলিং করবেন
- ১.২৪ কাস্টম ম্যানুস্ক্রিপ্ট বা ইন্টেরিওর ক্রিয়েশন কিভাবে আপনি নিজের মত করে ইউনিক ইন্টেরিওর বানাবেন
- ১.২৫ **** খুব সহজেই অল্প সময়ে পিডিএফ বানাবেন যেভাবে
-
মডিউলঃ ০২
এই মডিউলে আপনি এডভ্যান্স বিষয় গুলো নিয়ে শিখবেন ও এমাজন কেডিপিতে হিউজ ডিমান্ডফুল যে কন্টেন্ট সেলস করা যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও লাইভ প্রজেক্ট ভাবে দেখানো হয়েছ।
- ২.১ যেভাবে আপনি অতি অল্প সময়ে অনেক বেশি লো কন্টেন্ট বুক পাব্লিশ করবেন
- ২.২ ইউনিক ম্যাসেজ বা কোটস ফাইন্ডিং করার প্রুভেন ওয়ে ফর লো কন্টেন্ট বুক
- ২.৩ ফ্রি অর পেইড স্টক ইমেজ এলিমেন্ট ও ভেক্টর যেভাবে কালেক্ট করবেন ও তা সঠিক ওয়েতে ইউজ করবেন
- ২.৪ এমাজন অথোর সেন্ট্রাল একাউন্ট ওভারভিউ/ক্রিয়েশন
- ২.৫ কালারিং বুকস নিয়ে বিস্তারিত আলোচনা
- ২.৬ কালারিং বুকস নিশ রিসার্চ
- ২.৭ স্টেপ বাই স্টেপ কালারিং বুক মেকিং প্রসেস
- ২.৮ MS Word এ কালারিং বুক মেকিং প্রসেস
- ২.৯ কিভাবে কালারিং বুক এর জন্য ইউনিক কভার ডিজাইন করবেন
- ২.১০ হাজার হাজার কালারিং বুক নিশ আইডিয়া
- ২.১১ কালারিং বুক এর জন্য ইমেজ সোর্স ( কিভাবে কালারিং বুকের জন্য রাইট ইমেজ টি নিবেন)
- ২.১২ হিডেন******* বুক ওভার ভিউ ( হিউজ ডিমান্ড)
- ২.১৩ হিডেন******* বুক নিশ রিসার্চ
- ২.১৪ কিভাবে হিডেন******* বুকস মেকিং করবেন
- ২.১৫ হিডেন******* বুকস কাভার ডিজাইন আইডিয়া
- ২.১৬ হিডেন******* বুকস সফটওয়্যার বাবহার করে কিভাবে বুক বানাবেন
- ২.১৭ এমাজন মার্কেটিং সার্ভিস এডভারটাইজিং নিয়ে বিস্তারিত আলোচনা
- ২.১৮ এমাজন এডস ফান্ডামেন্টাল কিভাবে এমাজন এডস কাজ করে
- ২.১৯ কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এডস সেটাপ করবেন
- ২.২০ কি কি কারনে আপনি পেইড মার্কেটিং এর প্রফিট করতে পারবেন না
- ২.২১ কখন , কেন আপনি এড কন্টিনিউ ও এড কিল করবেন
- ২.২২ ভবিষ্যতে আপনি কিভাবে আপনার বিজনেস কে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে কম্পিটিশনের সময় ও নিজের নলেজ কে স্ট্রংলি কাজে লাগিয়ে দির্ঘসময় ধরে প্যাসিভ বিজনেস টিকিয়ে রাখবেন
-
মডিউলঃ ০৩ ডিজাইন সেকশন
এই মডিউলে আমরা দেখব কিভাবে ডিজাইন সেকশন ইম্প্রুভ করা যায় ও আপনি যদি ডিজাইনে একেবারে নিউবি হয়ে থাকেন তারপরেও কিভাবে লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং শুরু করতে পারেন ।
-
মডিউলঃ ০৪ POD বিজনেস স্কেলিং সেকশন
এই মডিউলে আমরা শিখব আমাদের সেলফ পাব্লিশিং এর পাশাপাশি প্রিন্ড অন ডিমান্ড নিয়ে আমাদের এই বিজনেস কে কিভাবে আরো বড় বা এক্সপ্যান্ড করা যায় তা নিয়ে।
- ৪.১ প্রিন অন ডিমান্ড ওভারভিউ ( কিভাবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করবেন)
- যে মার্কেটপ্লেস গুলোতে একাউন্ট খুলবেন ও ডিজাইন আপ দিবেন
- ব্যাসিক নিস রিসার্চ ও আইডিয়া ফর পিওডি
- ডিজাইন প্রসেস ফর পিওডি প্লাটফরম
- টি পাব্লিক এ কিভাবে ডিজাইন পাব্লিশ করবেন
- স্পেডশার্ট এ কিভাবে ডিজাইন পাব্লিশ করবেন
- ফাইভার মার্কেট প্লেসে কি ধরনের কাজ পাওয়ার সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা
- আরো যে মার্কেট প্লেস গুলোতে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস কে এক্সপ্যান্ড করতে পারবেন
-
মডিউলঃ ০৫ কেডিপি ইবুক পাব্লিশিং প্রসেস (ব্যাসিক ধারনা)
"বর্তমানে আমাদের এই কেডিপি রোডম্যাপ কোর্সটি লো-কন্টেন্ট সেলফ পাব্লিশিং কে ফোকাস করে পাব্লিশ করা হচ্ছে । মূলত এই কোর্সে আপনি ইবুক নিয়ে ব্যাসিক কিছু ধারনা পাবেন যে কিভাবে আসলে আপনি ইবুক বিজনেস এ ও কাজ করতে পারেন । যখন লো কন্টেন্ট নিয়ে প্রফিটেবল হবেন এরপর আপনি চাইলে এই ইবুক ব্যাসিক মডিউল টি দেখে বুঝতে পারবেন যে কিভাবে ইবুক পাব্লিশ করতে হয় "
- ৫.১ কিন্ডেল ইবুক কি
- ৫.২ কিভাবে কিন্ডেল ইবুক কাজ করে
- ৫.৩ কিভাবে আপনি লো কনটেন্ট এর প্রফিট দিয়ে ইবুক মেকিং এর জন্য প্রস্তুতি নিতে পারেন
- ৫.৪ ফ্রি তে কিভাবে আপনি আপনার কিন্ডেল বুকটি প্রমোশন করতে পারেন কিন্ডেল সিলেক্টেড ফ্রি প্রমোশনাল প্রোগ্রাম এর মাধ্যমে।
- এছাড়াও ডে বাই ডে আমরা কিন্ডেল ইবুক নিয়ে আরো বিস্তারিত জানব।
-
মডিউলঃ০৬
যেহেতু আমাদের এই কোর্স টি একটি চলমান কোর্স অর্থাত প্রতিনিয়ত আপডেট বা টিপস ট্রিক্স ভিডিও দেওয়া হবে নিশ রিসার্চ কী ওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এমাজন মার্কেটিং সার্ভিস নিয়েও প্রতিনিয়ত ভিডিও আসবে যা থেকে স্টুডেন্ট রা জানতে পারবে কি কি আপডেট আসছে ও কখন কোন নিশ ও ইভেন্ট নিয়ে কাজ করা উচিৎ ।
- ৬.১ এপ্রিল প্রোডাক্ট পাব্লিশিং গাইড ( এপ্রিল মাসে কি কি নিয়ে কাজ করবেন)
- ৬.২ সিস্টেম ফর সাক্সেস
- ৬.৩ মে প্রোডাক্ট পাব্লিশিং গাইড ( মে মাসে কি কি নিয়ে কাজ করবেন)
- ৬.৪ ফাদার্সডে হট সেলিং টাইপ বুক ( কিভাবে ইন্টেরিওর বানাবেন )
- ৬.৫ কিওয়ার্ড গাইড ! কিভাবে কিওয়ার্ড অপিটিমাইজিং করে সেলস কে ম্যাক্সিমাইজ করবেন।
- ৬.৬ Q4 গাইড কিভাবে এই সেলিং সিজন কে কাজে লাগাবেন
- ৬.৭ Q4 হ্যালোইন সেলিং গাইড
- ৬.৮ Q4 আগস্ট মান্থলি সেলিং গাইড
- ৬.৯ কিভাবে মোস্ট সেলসেবল ( হিডেন টাইপের বুক পাব্লিশ করবেন)
- ৬.১০ সেপ্টেমবর মান্থলি সেলিংস এন্ড ওয়ার্কিং গাইড
- ৬.১১ রিসার্চ মেথড ১ ( নিউ)
-
KDP Publisher Community BD Tips and Tricks Module
- 1.1 আপকামিং ফাদার্সডে ইভেন্ট টিপস ( কিভাবে ফাদার্স ডে কে প্রফিটেবল ইভেন্ট হিসেবে কাজে লাগাবেন )
- 1.2 Amazon kdp June Income Report With What Types Of Book I Sold Most ( জুন মাসে এমাজন কেডিপিতে কি কি ধরনের বুক সেলস করেছি)
- 1.3 কিভাবে আপনি একটি টিম ম্যানেজ এর মাধ্যমে আপনি পাব্লিশিং বিজনেস রানিং রাখতে পারেন।
This Post Has 15 Comments
Comments are closed.
প্রিয় রবিউল ভাই,
সত্যি কথা বলতে রবিউল ভাই একজন দক্ষ ও সফল মেন্টর। এই কোর্স এর পেছনে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । শুধু মাত্র আমরা কোর্সটি করার ফলে যাহাতে ইনকাম করতে পারি। রবিউল ভাই তার কোর্সটি এমন ভাবে সাজিয়েছেন একজন নিউবিও দ্রুত ইনকাম করতে পারবে এবং প্রতিটি বিষয় খুটিনাটি ভাবে সিক্রেট বিষয়গুলো দেখিয়েছেন। একটি মানুষ অনলাইনে কাজ করতে গেলে কি ধরনের সমস্যায় পড়তে পারে সেই সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমি তার কোর্সটি করে ১০০% সন্তুষ্টি। আমি রবিউল ভাইকে আমার মেন্টর হিসেবে তার সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
চমৎকার একটা কোর্স, . আমি মনেকরি বাংলাদেশের মধ্যে কেডিপি এর সবচাইতে বেষ্ট কোর্স। রবিউল ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ আমি এরকম একটা কোর্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
অসাধারণ কোর্স যেমন রিচার্স ,কিওয়ার্ড ডিজাইন আইডিয়া অস্থির ভাই ধন্যবাদ প্রিয় রবিউল ভাই সুন্দর কিছু দেওয়ার জন্য ।
Excellent course. I think KDP is the best course in Bangladesh. I am very grateful to Rabiul Bhai for gifting us such a course. Honestly, Rabiul Bhai is a skilled and successful mentor.
সালাম নিবেন রবিউল ভাই,
আমি আপনার গ্রুপে ছিলাম তারপর লো কন্টেন্ট ১০১ ফ্রি কোর্সে এনরোল হই, অনেক ভালো লাগলো ভাই, তবে এই প্রিমিয়াম কোর্সটি করার জন্য সামর্থ্য নেই, তবে ইনশাআল্লাহ কোম একদিন পার্চেস করবো।
ধন্যবাদ
শাহ
চমৎকার একটা কোর্স। রবিউল ভাই প্রতিটা মডিউল খুব সুন্দর ভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ ডিস্কাস করল। যেটা সত্যি খুব অসাধারন লেগেছে আমার।
প্রিয় ভাইয়া,রবিউল ভাই,
কেডিপি কোর্সটি সত্যিই অসাধারন। ওনার কথা বলার ধরন সম্পূর্ন ই আলাদা। যার কারনে যে কেউ খুব সহজেই বুঝতে পারে। ভাইয়ের প্রতিটা কথায় যেন অন্য রকম ভালবাসা তৈরি করে। যার ফলে যে কারাে শেখার আগ্রহটা বেড়ে যায়। সত্যিই রবিউল ভাইয়ের কোর্সটির তুলনা হয় না। ভাই, সত্যি একজন অসাধারন মানুষ। উনি কেডিপি কোর্সটি ও সাজিয়ে রেখেছেন সত্য অসাধারন ভাবে। একটি মানুষ অনলাইনে কাজ করে দ্রুত ইনকাম করতে চাইলে এই কোর্সটি করলে নিশ্চিতভাবে করতে পারবে। সিক্রেট আইডিয়াও অসাধারণ রিচার্স ভরপুর কোর্সটি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সে কামনা করি।
ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামতের জন্য যা আমাকে আপনাদের জন্য কাজ করতে আরো বেশি ইন্সপায়ার করবে!
একটা ভালো মেন্টর পাইলে অনেক ভালো কিছু করা সম্ভব। আমার দেখা রবিউল ভাই ভালো মানের একজন মেন্টর। যার থেকে অনেক কিছু নেওযার আছে। আমি তার দীর্ঘ হায়াত ও সফলতা কামনা করি এবং দোয়া করি সবাই তার হাত ধরে অনেল দূর এগিয়ে যাক।
ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামতের জন্য যা আমাকে আপনাদের জন্য কাজ করতে আরো বেশি ইন্সপায়ার করবে!
এক কথায় অসাধারন ছিল সম্পূর্ণ কোর্সটা। একদম নতুন ও কেউ যদি কোর্সটা মন দিয়ে দেখে কাজ করে তাহলে খুব অল্প সময়ে তার কোর্স ফী তুলে আনতে পারবে। সফলতা পাওয়ার জন্য যা কিছু দরকার সব ই রবিউল ভাই এই কোর্স এ অন্তর্ভুক্ত করেছেন। সব কিছু সাজানো গোছানো ভাবে কোর্স এ রাখার জন্য রবিউল ভাই কে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামতের জন্য যা আমাকে আপনাদের জন্য কাজ করতে আরো বেশি ইন্সপায়ার করবে!
KDP courseটি আসলেই অসাধারণ একটা কোর্স । এটাও ছাড়া রবিউল ভাই আমাদের অনেক support ও help করছেন। আর এই জন্য ভাই-কে অনেক ধন্যবাদ।
একদিন হঠাত ইউটিউবের একটি ভিডিও এর নটিফিকেশন আসে। চেক করে দেখি রবিউল ভাইয়ের KDP এর একটি ইনকাম এর ভিডিও। সেখান থেকেই প্রথম KDP এর ব্যাপারে জানতে পারি। পরে আমি নিজে নিজে রিসার্চ করা শুরু করি এই সম্পর্কে ইউটিউব গুগলে কিন্তু আগা মাথা কিছুই খুজে পাচ্ছিলাম না। বিশেষ করে নিস রিসার্চ নিয়ে এবং কিভাবে কি করবো।
পরে ভাবলাম আমাকে দ্রুত আগাতে হলে আমার একটি অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে গাইডলাইন লাগবে। কিন্তু আমি একটি জিনিস জানি এবং বিশ্বাস করি যে, ভাল জিনিস ফ্রিতে সহজে পাওয়া যায়না। তাই কোন চিন্তা না করে রবিউল ভাইয়ের কোর্স নিয়ে কাজ শুরু করে দেই এবং এখন আমি নিস রিসার্চে অনেক উন্নতি করেছি। এখনও শিখছি কারন শিখার কোন শেষ নেই।
এবার আসি কাজের কথায়, আপনারা যারা এদিক সেদিক ছুটাছুটি করছেন তারা ধীরস্থিরভাবে হয়ে চিন্তা করুন। আপনি বিজনেস করতে গেলে আপনার টাকা লাগবে অনেক, কিন্তু KDP তে লাগছে না। কেন?
কারন রবিউল ভাই আপনাদের অনেক টাকার রিসোর্স কোর্সের মধ্যেই দিয়ে দিচ্ছে। বিশেষ করে (Creative Fabrica, Vecteezy, Tangent Templates, Bookbolt ইত্যাদি) এগুলো যদি আপনি আলাদা কিনতে চান আপনার অনেক টাকা লাগবে। আর সেই সাথে পাচ্ছেন রবিউল ভাইয়ের অভিজ্ঞতা থেকে গাইডলাইন এবং প্রতি মাসে নতুন ভিডিও কিভাবে এবং কোন কোন নিস নিয়ে সামনের মাসে কাজ করলে ভাল রেজাল্ট আসবে।
KDP তে আপনার মেধাকে একটু কাজে লাগিয়ে যদি ২/৩ মাস কষ্ট করেন ভাল রেজাল্ট পাবেন। বলতে পারেন যে অধিকাংশ চাকরিজীবীর চেয়ে ভাল উপার্জন করতে পারবেন এবং ভবিষ্যতে এর কোন লিমিট নেই কারন আপনার যত বেশি বই হবে তত বেশি ইনকাম। তাহলে চিন্তা করুন ৫ বছর পর আপনি যে জায়গায় পৌছাবেন তা দিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে।
অনেকে হয়তো বলবেন আমি কোর্সের মার্কেটিং করছি, কিন্তু না আমি নিজেও একজন ফ্রিল্যান্সার এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম এবং মাঝে মাঝে করি ফ্রি হলে। কিন্তু কাজ করা বন্ধ করে দিলে উপার্জনও বন্ধ। কিন্তু KDP বিজনেস মডেল একটি প্যাসিভ ইনকাম করার মডেল । তার মানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সেল আসবে। আমি নিজে এখন এর সুফল পাওয়া শুরু করেছি ২ মাসের মধ্যে।
আর হ্যা প্যাসিভ ইনকাম মানে আপনি নিজেকে, পরিবারকে এবং অন্য ব্যবসায় আরো বেশি মনোযোগ দিতে পারবেন। আপনার জীবন আরো সহজ হয়ে যাবে যদি প্যাসিভ ইনকাম শুরু হয়।
তাই আপনি যা পাবেন তার তুলনায় এই কোর্সের মূল্য কিছুইনা। অযথা সময় নষ্ট না করে যারা এখনও সিদ্ধান্ত হীনতায় ভুগছেন তারা কষ্ট করে হলেও কোর্স নিয়ে ফেলুন। আপনি কোর্সের গাইডলাইন ঠিকমতো ফলো করলে আপনি অবশ্যই সফল হতে পারবেন কয়েক মাসের মধ্যে।
আর হ্যা মজার বিষয় হলো আমার কিন্তু সব নো কন্টেন্ট এবং মাত্র ৩/৪ টা Quote কে স্ক্যালিং করে। লগ বুক, কালারিং, একটিভিটি ধরব।
আমাদের রবিউল ভাই আল্লাহর পক্ষ হতে এক রহমত…..আমরা গর্বিত তার সাথে কাজ করতে পেরে….