এমাজন কেডিপি কি ও কিভাবে কাজ করে এবং সেলফ পাব্লিশিং উইথ লো কন্টেন্ট পেপার ব্যাক বুকস বিজনেস আইডিয়া

বর্তমান সময়ে এমাজন কেডিপি বা কিন্ডেল ডিরেক্ট পাব্লিশিং আমরা সহজ কথায় বলতে পারি সেলফ পাবলিশিং এই মার্কেটপ্লেসটি এমাজনের একটি সাব  প্লাটফরম যেখানে বুকস লিখে অথোররা তাদের বুক পাব্লিশ করে এমাজনের ট্রাফিকের কাছে সেলস করে ও সেখান থেকে এমাজন বুক পাব্লিশার অথোর কে নির্দিষ্ট একটি  প্রফিট শেয়ার করে। বর্তমানে ট্রেডিশনাল পাব্লিশিং এর চাইতে ডিজিটাল পাব্লিশিং এর দিকেই বড় বড় অথোররা ঝুকেপড়েছে তাই দিন দিন এই সেক্টর এর মার্কেটপ্লেস টি বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এমাজন কেডিপি সেলফ পাব্লিশিং এর দুই টা মেইন ক্যাটাগরি আছে একটি হল কিন্ডেল ইবুক পাব্লিশিং আর একটি হল পেপারব্যাক পাব্লিশিং।

 কিন্ডেল ইবুক হল একটি বই এর ডিজিটাল সংস্করন যা কিন্ডেল ডিভাইস বা ফোন ,পিসিতে,ট্যাবলেট এ পড়া যায় আর পেপার ব্যাক সংস্করন হল বুক লেখার পাশাপাশি আপনি লো কন্টেন্ট বই তৈরি করতে পারবেন যেখানে নোট বুক, জার্নাল, কালারিং বুক বিভিন্ন ধরনের এক্টিভিটি বুকস গুলো ও পাব্লিশ করতে পারবেন।  যেহেতু আমরা বাংলাদেশি ও ইংলিশ এ অনেক দূর্বল হবার ফলে আমরা চাইলে ও ইংলিশে কোন কন্টেন্ট লিখতে পারিনা এর প্রধান কারন ই হল আমাদের ইংলিশ লিখার কোন অভ্যাস নেই যার কারনেই আমরা চাইলেও ইউ এস ক্যাটাগরির কোন সাহিত্য নোভেল বা এই ক্যাটাগরির কোন বুক আমরা পাব্লিশ করতে পারব না । 

এ ছাড়াও একটা ইবুক অন্য কোন রাইটারের কাছে থেকে লিখে নিয়ে একটি বুক পাব্লিশ করতে গেলে অনেক ব্যায় বহুল খরচ আছে যা একজন নিউবির জন্য ম্যানেজ করা সম্ভব নয় আর তাই আমাদের জন্য নো কন্টেন্ট বা লো কন্টেন্ট বুকস মেকিং এর মাধ্যমে প্যাসিভ বিজনেস গড়ে তোলা অনেক সহজ। যেখানে শুধু কাভার ডিজাইন করে বুক পাব্লিশ করে সেলস করে মাসে হাজার বা তারো বেশি ইনকাম করা সম্ভব। 

আমি রবিউল বর্তমান প্রায় ১ বছর যাবত লো কন্টেন্ট পেপার ব্যাক সেকশন নিয়ে কাজ করছি ও খুব অল্প সময়ে আমি ভাল একটা অবস্থান দাঁড় করাতে পেরেছি । যেহেতু আমি এই লো কন্টেন্ট নিয়ে কাজ করে ভাল একটা সফলতা পেয়েছি আর তাই আমার মনে হয়েছে আমার এই অভিজ্ঞতা গুলো নতুন দের জন্য শেয়ার করা উচিৎ। 

তো চলুন আমরা জেনে নেই কিভাবে আমরা এমাজন কেডিপিতে লো কন্টেন্ট বুক পাব্লিশিং এর মাধ্যমে সেলফ পাব্লিশিং বিজনেস দাঁড় করাতে পারি । যেহেতু আমরা আগেই জেনেছি যে আমরা মূলত কেডিপির পেপার ব্যাক সেকশন নিয়ে কাজ করব সেহেতু এখানে লাইন জার্নাল বা প্লানার বা লগবুক  টাইপের বুকস পাব্লিশ করব আর এই বই গুলোর ভেতরের যে ইন্টেরিওর আছে তা দিয়ে চাইলে একটি ইন্টেরিওর দিয়ে শুধু আলাদা আলাদা কাভার ডিজাইন করে সেই বুকস গুলো আমরা সেলস করতে পারি । অর্থাৎ আমাদের একটি বুকস এর সঠিক মাপ সিলেক্ট করতে হবে ও সেই অনুপাতে ইন্টেরিওর বানাতে হবে অথবা ইন্টারনেট এ যে ইন্টেরিওর গুলো ফ্রি তে পাওয়া যায় তা ডাওনলোড করে নিশ অনুযায়ি আমাদের একটি কাভার মেকিং করতে হবে ও সেই কাভার আর ইন্টেরিওর ও বুকস এর যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে আপ্লোড করতে হবে। 

এরপর বই টি এমাজন রিভিউ করার পর লাইভ হবে ও আপনার বইটি এমাজনে সেলস এর জন্য রেডি। যখন আপনার বুকস থেকে সেলস আসবে তখন আপনাকে সেই বুকস টোটাল রয়ালিটির ৬০% আপনাকে দিবে। এই লো কন্টেন্ট পাব্লিশিং এর মাধ্যমে আপনি চাইলে হাজারো রকম বুক মেকিং করতে পারেন ও সেগুলো আপ্লোড করতে পারেন যার মাধ্যমে আপনি এই বুকস সেলফ তৈরি করতে পারবেন কোয়ালিটি বুকস পাব্লিশিং এর সাথে সাথে আপনার আর্নিং ও ডে বাই ডে বৃদ্ধি হবে । 

লো কন্টেন্ট নিয়ে আপনাকে ভাল একটা অবস্থান দাঁড় করতে চাইলে অব্যশ্যই আপনাকে আগে মার্কেট রিসার্চ ও ভাল কিছু ডিজাইন এর মাধ্যমে মার্কেটে কাস্টমার জন্য ভ্যালু তৈরি করতে হবে আর যখন ই আপনি একটি কোয়ালিটি ফুল ডিজাইন এর মাধ্যমে হাজার হাজার বুকস এর কপি সেলস করতে পারেন যেখান থেকেই আপনার একটি প্যাসিভ বিজনেস দ্বার হয়ে যাবে। নিচে একটি স্ক্রিনশট দেখুন আমার একটি লো কন্টেন্ট বুক প্রতিমাসেই আমাকে ভাল একটি এমাউন্ট রেভিনিউ দিয়ে আসছে এবং আমি এই একটি বুকস থেকেই প্রায় ২৭০০+ ডলার আর্নিং করেছি । আশা করছি আপনিও এরকম ভাল একটি বুকস মেকিং করতে পারবেন ও এর চেয়ে ও বেশি সেলস করতে পারবেন। 

 

বর্তমানে এটি যেহেতু একটি হট মার্কেটপ্লেস যার কারনে এখানে কোয়ালিটি বজায়  রেখে কাজ না করতে পারলে আপনি কোন দিনই প্যাসিভ সেলফ পাব্লিশিং বিজনেস দাঁড় করাতে পারবেন না এর প্রধান কারন ই আপনার শর্ট টাইম মানসিকতা । আপনি যদি মনে করেন আমি কেডিপির জন্য ভাল একটি সময় ইনভেস্ট করব ও কোয়ালিটি বজায় রেখে কাজ করে যাব তবে আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করছে। আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন ও ব্যাসিক ভাবে ডিজাইন এর ফান্ডামেন্টাল সম্পর্কে  বুঝে থাকেন তবে আপনি এখানে ভাল করতে পারবেন কারন লো কন্টেন্ট মার্কেটিং এর জন্য সব চেয়ে গুরুত্বপূর্ন জিনিস হল কাভার ডিজাইন যেটা যত বেশি এট্রাক্টিভ হবে তত ভাল সেলস হবার সম্ভবনা থাকে। আর যাদের ডিজাইন নিয়ে কোন ধারনা নেই তারাও চাইলে সেলফ পাব্লিশিং বিজনেস শুরু করতে পারেন । আর কারন এই বিজনেস এ খুব বেশি যে ডিজাইন স্কিল্ড লাগবে এমন না তবে আস্তে আস্তে যদি ইম্প্রুভ করতে চান তবে বিজনেস এর সকল খুটিনাটি ব্যাপার গুলো আপনাকে শিখে নিতে হবে।  

আর এছাড়া আপনি চাইলে আমাদের কেডিপি রোড ম্যাপ লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং কোর্সটির ওভারভিউ দেখে নিতে পারেন । যেখানে আমি এমাজন কিন্ডেলে লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং এর উপর স্টেপ বাই স্টেপ একটি রোডম্যাপ  তৈরি করেছি ও সেই সাথে আমার এক বছরের সেলফ পাব্লিশিং এর উপর যে অভিজ্ঞতা গুলো আমি পেয়েছি তা শেয়ার করেছি । এছাড়া একজন নিউবি হয়েও কিভাবে আপনি এই সেলফ পাব্লিশিং এ ভাল করবেন তাও আমি দেখিয়ে দিবো এবং ভবিষ্যতে যাতে আরো ভাল করেন যার এর জন্য প্রতিনিয়ত আমি আমার এই কোর্সে কি নিয়ে কাজ করলে ভাল রেজাল্ট আসবে তাও শেয়ার করে যাব যত দিন আমি এটি করতে পারব।

Robiul Hasan

আমি রবিউল হাসান, অনলাইন মার্কেটার, এমাজন কিন্ডেল পাবলিশার ও কেডপি রোডম্যাপ কোর্স ইন্সট্রাকটর । আমি গত ৪ বছর যাবত কাজ করছি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস নিয়ে। সময়ের সাথে সাথে আমি বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে কাজ করি। ২০১৯ এর শুরুর দিকে আমি এমাজনের কিন্ডেল ডিরেক্ট পাব্লিশিং ( কেডিপি ) সেলফ পাব্লিশিং বিজনেস শুরু করি। আর ঠিক তার ৫ মাসের মাথায় আমি পার মান্থ ১ হাজার ডলার এর প্যাসিভ বিজনেস গড়ে তুলি যা ২০২০ এ এসে ২ গুন হয়েছে । আমি চাই আমার নলেজ গুলো আমার মত যারা অনলাইনে আর্নিং করতে ইচ্ছুক তাদের মাঝে ছডিয়ে দিতে। এছাড়া আমি পূর্বে প্রায় ১৫০ জনের মত নিউবি সেলফ পাব্লিশারদের ট্রেইনিং করিয়েছি যাদের মাঝে অনেকেই এখন ভাল একটা অবস্থানে আছে। আর আমার এই প্রায় ১ বছরের মত সেলফ পাব্লিশিং বিজনেস এর অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই কেডিপি রোডম্যাপ লো কন্টেন্ট সেলফ পাব্লিশিং গাইড কোর্সটি পাব্লিশ করেছি যাতে যারা ইচ্চুক তারা যেন শিখতে পারে কিভাবে সেলফ পাব্লিশিং শিখে আয় করা যায় ।

Leave a Reply